এক বেদনার্ত হৃদয় নিয়ে নতুন দিনের মানুষ খুঁজি,যার গোলাপি ত্বকের সজীবতায়মুখরিত হবে বিমুগ্ধ আত্মা।অতলান্ত সমুদ্র থেকে অজেয় মনোবল নিয়েযার বর্ণচ্ছটায় উজ্জ্বল হবে অন্ধকার জগৎ স্বপ্নীল দেবলোকের স্বর্গীয় বাতাসেঅফুরন্ত প্রাণরস পাবে,আজন্ম ছন্নছাড়া জীবনযেখানে থাকবে না তিক্ততা থাকবে না পাপ- পূণ্যের দ্বন্দ্বমৌলিক অবক্ষয়ের...